1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
প্লাস্টিকের পানির জারে সবজি চাষ - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৬০ বার পঠিত

প্লাস্টিকের পরিত্যক্ত পানির জারে সবজি চাষ করে কৃষিতে ভিন্নমাত্রা যোগ করলেন মৌলভীবাজারের কৃষিবান্ধব সাংবাদিক সালেহ এলাহী কুটি। এটি অনুকরণীয় মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। প্লাস্টিকের পানির জার, যা একটা সময় ব্যবহার করার পর আর কোনো কাজে আসে না। ব্যবসায়ীরা তা ফেলে দেন। যত্রতত্র পরে থেকে এগুলো পরিবেশ দূষণ করে।

WaterJar

এতে পানি জমে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি হয়, যা জনজীবনে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এসব পরিত্যক্ত পানির জারে সবজি চাষ করে কয়েক বছর থেকে সফলতা ধরে রেখেছেন মৌলভীবাজারের কৃষিবান্ধব সাংবাদিক সালেহ এলাহী কুটি।

WaterJar

অনাবাদি জায়গায় প্রায় তিনশ জারে বেগুন, টমেটো, কাঁচামরিচ, ঢেঁড়স, পেঁপেসহ বিভিন্ন জাতের সবজি নিয়মিত চাষ করছেন। এ প্রযুক্তি বিভিন্ন ধরনের মৌসুমি সবজি এবং আগাম সবজি চাষে অন্যদের উৎসাহিত করছে।

WaterJar

মৌলভীবাজার শহরের চিকিৎসক ডা. নিরোদ কুমার দাশ বলেন, এ ধরনের সবজি চাষ নতুন কৌশল। বারোমাসি জাতের সবজি চাষে এ পদ্ধতি সহায়ক ভূমিকা রাখবে। মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদুল হক বলেন, দিন দিন কৃষিকাজের প্রতি মানুষের মনোযোগ বাড়ছে। মানুষ নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে লাভবান হচ্ছে। সালেহ এলাহী কুটি বলেন, কৃষির প্রতি ভালো লাগা থেকেই অনাবাদি জায়গায় সবজি চাষ করা।

WaterJar

উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর মৌলভীবাজারের কাজী লুৎফুল বারী বলেন, আজকাল ফেলনা জিনিস দিয়ে মানুষ বুদ্ধি খাটিয়ে অনেক কিছু তৈরি করছে। এভাবে পানি ফেলে দেয়া জার দিয়ে বাড়ির আঙ্গিনায় গ্রীষ্মকালীন টমেটো চাষে স্থানীয় চাহিদা মেটান সম্ভব। এ ধরনের প্রযুক্তি অনুকরণীয়।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com