বিজয় সরণি মোড়ে ছিনতাই হওয়া ফোন ফিরে পাওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। ফোনটি আমি ফিরে পেয়েছি। এ জন্য পুলিশ বাহিনীকে ধনব্যাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা চমৎকার কাজ করেছেন। তার ফলেই আমি ফোনটি ফিরে পেয়েছি।
সোমবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর কাজে আমি মুগ্ধ ও খুশি। দুই মাস পর ফোন পেলাম। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এ জন্য অনেক ধন্যবাদ। আমার চেয়ে আমার ফোনটাই বেশি জনপ্রিয় হয়েছে।
এর আগে মে মাসের শেষ সপ্তাহে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। এ ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়।
পুলিশ বলছে, জীবন নামে এক চোরাই মোবাইল কারবারিকে গ্রেফতার করে রমনা বিভাগ পুলিশ। মূলত তার দেয়া তথ্যের ভিত্তিতেই পুরো চক্রটি ধরা পড়ে ও মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়।
নদী বন্দর / জিকে