1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বগাইল টোলপ্লাজা যেন মৃত্যুফাঁদ - Nadibandar.com
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান ভারতের পুশ-ইন নিয়ে নিরাপত্তা উপদেষ্টার কঠোর বার্তা রাশিয়ায় সার্জারি শেষে ফিরলেন গণঅভ্যুত্থানে মুখ হারানো খোকন ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান তারেক রহমানের ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের, সংযত থাকার আহ্বান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী’ ভিসা চালু করায় আমিরাতকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, বিনিয়োগের আহ্বান
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৫৩ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইলে অবস্থিত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা যেন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। গত কয়েক মাসে এ টোলপ্লাজার দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ।

নবনির্মিত এ টোলপ্লাজায় বিদ্যুৎ সংযোগ না থাকাই এসব দুর্ঘটনার মূল কারণ বলে স্থানীয়দের অভিযোগ।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, টোলপ্লাজায় গাড়ি চলাচলের জন্য যে লেন করা হয়েছে, তাতে নির্দিষ্ট কোনো রেখা নেই। তাছাড়া পুরোপুরি কাজ শেষ না করেই খুলে দেয়া হয়েছে। পুরোপুরি চালু না হওয়ার কারণে রাতের বেলা ওই স্থানটি অন্ধকার হয়ে থাকে। টোলপ্লাজার লেনগুলো চাপা। ফ্লাইওভার থেকে ঢালে নামার সময় টোলপ্লাজা অতি নিকটে হওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতি টোলপ্লাজার আইল্যান্ডে ধাক্কা খেয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে চারজন নিহত হয়। রোজার ঈদের আগের রাতে পৃথক ঘটনায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে দুই মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। এর কিছুদিন আগে একইভাবে দুই বন্ধু কলেজছাত্র নাইমুর ও শাকিল নিহত হন। একই ধরনের দুর্ঘটনায় নিহত আরেকজন ছিল অজ্ঞাত।

ভাঙ্গা উপজেলার বগাইল ও পুখুরিয়া এলাকার বাসিন্দা মুরাদ সেখ, হারুন মোল্লা জানান, এ টোলপ্লাজায় প্রতিদিন-প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। মানুষ আহত-নিহত হচ্ছেন।

এ বিষয়ে বগাইল টোলপ্লাজা এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক সফিউদ্দিন মোল্লা জানান, ফ্লাইওভার থেকে ঢালে নামার সময় টোলপ্লাজা অতি নিকটে হওয়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেন না বেশিরভাগ চালকরা। এছাড়া টোলপ্লাজার লেনগুলো চাপা হওয়ায় দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, ‘কমপক্ষে এক কিলোমিটার দূরে টোলপ্লাজা করা হলে দুর্ঘটনা কমবে।’

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, ‘টোলপ্লাজার পুরো কাজ সম্পন্ন হয়নি। যখন টোলপ্লাজার কার্যক্রম শুরু হবে, তখন হয়তো আর দুর্ঘটনা থাকবে না। ফ্লাইওভারে যে গতিতে গাড়ি চালানোর নির্দেশনা রয়েছে, তা উপেক্ষা করে কিছু অদক্ষ চালক গতি বাড়িয়ে চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে।’

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, ‘ফ্লাইওভারের কাছে টোলপ্লাজাটি স্থাপন করায় দ্রুতগামী গাড়িগুলো নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনায় পতিত হচ্ছে। যদিও টোলপ্লাজা প্রায় কমপ্লিট। তারপরও ওই স্থান থেকে যদি আরেকটু দূরে সরিয়ে টোলপ্লাজা স্থাপন করা হতো, তাহলে দুর্ঘটনা কম হতো।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com