ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করছেন ড. মো. মফিজুর রহমান। সোমবার (২৮ ডিসেম্বর) থেকে তিনি এসএমই ফাউন্ডেশনে অফিস করছেন।
এর আগে তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এসএমই ফাউন্ডেশন দেশের এসএমই উদ্যোক্তাদের প্রচার, বিস্তৃতি এবং টেকসই উন্নয়নের জন্য নীতি ও কৌশল বাস্তবায়নের জন্য কাজ করে। বর্তমান বিশ্বায়নের যুগে এসএসএমইরা শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এসএমই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে সহায়তাকারীর ভূমিকা পালন করছে।
নদী বন্দর / পিকে