পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজও রাজধানীমুখী মানুষের চাপ রয়েছে। রোববার (১ আগস্ট) সকাল থেকে ফেরি পার হয়ে যাত্রীদের গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে না। তবে এসব যানবাহন চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
সরজমিনে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সবকটি ফেরি চলাচল করছে। চলছে লঞ্চও।
দৌলতদিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। ছোট গাড়ির চাপ সবচেয়ে বেশি। ফেরির তুলনায় লঞ্চেই যাত্রী পার হচ্ছে বেশি। পাটুরিয়া ঘাটে যাত্রীদের পরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে না।
নবীনগরগামী যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার ফেরিঘাট সড়কে মানুষের কষ্টের কথা শুনে বাসা থেকে বের হইনি। কারখানা চালু হয়েছে সকাল থেকে আমি নাইট ডিউটি করবো। তাই বের হয়েছি।’
তুহিন মিয়া নামে এক যাত্রী বলেন, ‘ফেরি ঘাটে পর্যাপ্ত বাস রয়েছে। কিন্তু তারা বেশি ভাড়া আদায় করছে। স্বাভাবিক সময় গাবতলীর ভাড়া ৯০ থেকে ১০০ টাকা। এছাড়া নবীনগর পর্যন্ত ৬০-৭০ টাকা ভাড়া হলেও ঢাকাগামী মানুষের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে কয়েকগুণ বেশি।’
বাস চালক আয়ুব আলী বলেন, ‘ঢাকামুখী শ্রমিকদের জন্য গণপরিবহন চালু করা হয়েছে। ফেরি ঘাটে যাত্রীর চাপ শুরু হয় সকাল ১০ টার পর। এর মধ্যে যদি রাস্তায় যানজটে পড়তে হয় তাহলে সড়কেই সময় শেষ হয়ে যাবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৬টি ফেরি সচল রয়েছে। ঘাটে কোনো অপেক্ষমান যানবাহন নেই। পারাপার স্বাভাবিক রয়েছে।’
নদী বন্দর / এমকে