চুক্তিতে আরও এক বছর রেলপথ মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. সেলিম রেজা। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে সোমবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে আরও চারজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
কিন্তু কিছুক্ষণ পরই সেই আদেশ সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে মোকাব্বির হোসেনকে বাদ দিয়ে বাকি চারজনের পদোন্নতি বহাল রাখা হয়।
নদী বন্দর / পিকে