মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তুরস্কের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাজ্য। রোববার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ার পর প্রথম কোনো চুক্তি করতে যাচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসন প্রশাসন।
বর্তমানে আঙ্কারা এবং লন্ডনের মধ্যে চলমান বাণিজ্যগুলো চুক্তিতে স্থান পাবে। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিজ ট্রস বলেন, আমি আশাবাদী শিগগির দু’পক্ষ বিস্তৃত একটি চুক্তিতে পৌঁছাবে।
‘চুক্তি অনুযায়ী শুল্কমুক্ত বাণিজ্য এবং দ্বিপক্ষীয় ব্যবাসায়িক সম্পর্ক উন্নয়নে পরস্পরকে সহায়তা করবে। যার মাধ্যমে ব্রিটেনের উৎপাদন, মোটরগাড়ি এবং স্টিল খাতে হাজারো লোকের কর্মসংস্থান নিশ্চিত হবে। বিবৃতিতে বলেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী।
অদূর ভবিষ্যতে উচ্চাবিলাসী চুক্তির মাধ্যমে তুরস্ক-ব্রিটেন এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
২০১৯ সালে ব্রিটেন-তুরস্কের মধ্যে ২ হাজার ৫২৫ কোটি মার্কিন ডলার বাণিজ্য হয়েছে।
জাপান, কানাডা, সুইজারল্যান্ড এবং নরওয়ের পর ব্রিটিশ বাণিজ্য মন্ত্রণালয়ের করা পঞ্চম সর্ববৃহৎ চুক্তি হতে যাচ্ছে যুক্তরাজ্য এবং তুরস্কের মধ্যকার চুক্তি।
৩১ ডিসেম্বর মধ্যরাত তথা পহেলা জানুয়ারি ইউরোপীয় বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে দেশটি। এ বিচ্ছেদকে সামনে রেখে এ পর্যন্ত ৬২টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে লন্ডন।
ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। গত সপ্তাহে জোটের সঙ্গে ব্রিটেন একটি চুক্তি করেছে।
নদী বন্দর / পিকে