1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আমলানির্ভরতার কারণেই করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ : ফখরুল - Nadibandar.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১১৪ বার পঠিত

আমলানির্ভরতার কারণেই করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ আগস্ট) সকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং জনগণের জীবন-জীবিকা বিপন্ন করে ফেলেছে। আমরা প্রথম থেকে সরকারকে সতর্ক করে বলেছিলাম, একটা জাতীয় কনভেনশন করে অথবা সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সামাজিক সংগঠন-এনজিওর সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক।’

‘সরকার এটা কর্ণপাতই করেনি। তারা শুধু আমলাদের ওপর নির্ভর করে করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেটাকে এককথায় বলা চলে, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয় সংকীর্ণতা, দলীয়করণ। দুর্নীতি সব ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘এ সরকার হচ্ছে- তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ তাদের টাকা চাই। তারা পিঠে কুলু দিয়েছে কোনো পরিস্থিতি তারা আঁচই করতে পারে না। এ সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, অন্যদিকে তারা মানুষের স্বাস্থ্য সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার লকডাউন দেন। কীসের লকডাউন কেউ বুঝতে পারি না আমরা। কখনো বলে লকডাউন, কখনো বলে সরকারি ছুটি, কখনো বলে কঠোর লকডাউন, কখনো বলে আরও কঠোর লকডাউন। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা।’

‘জনগণ এগুলো মেনে নিতে পারে না। যদিও একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে জনগণকে দমন করে রাখা হচ্ছে। তারপরও জনগণ একদিন জেগে উঠবেই। আমরা সবাই যদি কাজ করি তাহলে অবশ্যই এই দানবীয় শক্তিকে পরাজিত করতে পারব। মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগকে পরাজিত করা আমাদের দায়িত্ব।’

বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, নাটোরের আমিনুল হক, রহিম নেওয়াজ, লালপুরের ইয়াসীর আরশাদ রাজন, হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুরের নজরুল ইসলাম মোল্লা, বাগাতিপাড়ার জামাল হোসেন, মোশাররফ হোসেন ও হাফিজুর রহমান বক্তব্য দেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com