ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে একই পদে সিটি–রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উখিংমেকে একই পদে ভিআইপি অ্যান্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
নদী বন্দর / জিকে