তুরস্কের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় এখনও নিখোঁজ বহু মানুষ। তুরস্ক কর্তৃপক্ষ উদ্ধার কাজে একটি জাহাজ পাঠিয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (১২ আগস্ট) কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। এখনও চলছে উদ্ধার কাজ।
এদিকে, গত ২৮ জুলাই থেকে সরকারি হিসাবে অন্তত ২২৯টি দাবানলে ৮ জনের মৃত্যু হয় তুরস্কে। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে দাবানল নির্বাপণকালে রাশিয়ার একটি সাহায্যকারী প্লেন বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হন। মস্কোর সময় অনুযায়ী শনিবার (১৪ আগস্ট) ৩টা ১০ মিনিটে আদানা প্রদেশে বি-২০০ প্লেনটি বিধ্বস্ত হয়। এসময় সেখানে আগুন নেভানোর কাজে সাহায্য করছিলেন রাশিয়ার পাঁচ জন এবং তুরস্কের তিন জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।
নদী বন্দর / পিকে