দৌলতদিয়া দুই নম্বর ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেই যুবককে উদ্ধার করা যায়নি। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর সুলতান শিকদার (৩০) নামে ওই যুবককে না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর ৬টা থেকে নিখোঁজ সুলতান শিকদারের খোঁজে উদ্ধার অভিযান শুরু করে পাটুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান উদ্ধার অভিযান সমাপ্তের নির্দেশ দেন। এসময় নিখোঁজের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
জানা যায়, গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজীর পাড়া এলাকার আহম্মদ শিকদারের ছেলে সুলতান শিকদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সিমেন্ট বোঝাই কার্গো থেকে সিমেন্ট আনলোডের কাজ শেষে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হন । পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান জানান, নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।