যুক্তরাষ্ট্রের আকাশে আবার উড়ল বোয়িং ৭৩৭ ম্যাক্স। আপাতত মিয়ামি থেকে নিউইয়র্ক পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করবে বিমানটি। এরিমধ্যে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মিয়ামি থেকে নিউইয়র্ক গেছে একটি ফ্লাইট। তবে কতজন যাত্রী এই ফ্লাইটে ভ্রমণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত বন্ধ থাকে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানের চলাচল। এরপর বিমানটিতে কিছু পরিবর্তন আনে বোয়িং। নভেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন এ মডেলের বিমানের আকাশে ওড়ার অনুমোদন দেয়। তবে এ নিয়ে আতঙ্কে আছেন মার্কিনীরা।
রয়টার্সের গবেষণায় দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিনী এখনো বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানে উঠতে আগ্রহী নন। বাকি ৩৭ শতাংশ এ বিমানে উঠতে প্রস্তুত, কিন্তু বিমানটি আবারো আকাশে উড্ডয়নের ৬ মাস পর।
গবেষণায় দেখা গেছে, অনেকে আবার বোয়িংয়ের দুর্ঘটনা সম্পর্কে অবগত নন বা ভুলে গেছেন।
অনেক দেশের এয়ারলাইন্সই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান আকাশে উড্ডয়নের অনুমতি দিতে প্রস্তুত। আগের ভার্সনের চেয়ে এ বিমানের নতুন ভার্সন অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। প্রায় সব এয়ারলাইন্সের বিমানই করোনা মহামারির কারণে অলস পড়ে আছে।
অনেক এয়ারলাইন্সই আগ্রহী নতুন আঙ্গিকে তৈরি ম্যাক্স মডেলের বিমান নিজেদের বহরে সংযুক্ত করতে।
নদী বন্দর / পিকে