রাজবাড়ী জেলায় পদ্মা নদীর পানি কমা অব্যাহত রয়েছে। পানি কমলেও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ভাঙন আতংক দেখা দিয়ে দিয়েছে।
এদিকে পদ্মার পানি কমতে থাকলেও এখনও গোয়ালন্দের দৌলতদিয়ায় ৪৫ ও পাংশার সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এছাড়া সদরের মহেন্দ্রপুরে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে রয়েছে পদ্মার পানি।
গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৪, সেনগ্রাম পয়েন্টে ১০ ও মহেন্দ্রপুরে ৫ সেন্টিমিটার পানি কমেছে। বৃহস্পতিবার সকালে সেনগ্রাম, দৌলতদিয়া ও মহেন্দ্রপুর গেজ লিডাররা এ তথ্য জানান।
রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার সাড়ে সাত হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব এলাকায় চলাচল, থাকা-খাওয়া নিয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে। নিম্নাঞ্চলের বিস্তৃীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ মজুত আছে। পানিবন্দিদের তালিকা অনুযায়ী স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
নদী বন্দর / সিএফ