1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সবাইকে রাস্তায় নেমে আসতে হবে - Nadibandar.com
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১১৭ বার পঠিত

রাজপথে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে বিরোধী দলগুলোকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শত নাগরিক জাতীয় কমিটির উদ্যোগে খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখন রাস্তায় নেমে আসা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এটা কেবলমাত্র রাজনৈতিক দল বিএনপি নয়, শুধু বিরোধী দলগুলো নয়, সবাইকেই রাস্তায় নেমে আসতে হবে। আজ কিন্তু প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন, কেউ কিন্তু বাদ যাচ্ছেন না। তাই সবাইকেই রাস্তায় নেমে আসতে হবে। এরা একটি দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। এই দেশবিরোধী শক্তিকে সরাতে হলে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের পরাজিত করার জন্য কাজ করতে হবে। জনগণকে সংগঠিত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার শুধু দানব নয়, তারা সবকিছুকে তছনছ করে দিয়েছে। এই যে শিক্ষাঙ্গনের অবস্থা দেখুন। আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ছেলেরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেছে তাদের একজন সহকর্মীর মুক্তির জন্য। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশসহ তাদের ওপর নির্মমভাবে আঘাত, অত্যাচার, নির্যাতন করেছে। কয়েকদিন আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমাদের মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত নেতাকর্মীরা ফুল দিতে গেলো। সেদিনও কোনো ধরনের উস্কানি ছাড়াই, কোনো রকম ঘটনা ছাড়াই ভয়াবহ তাণ্ডব সৃষ্টি করলো। আইনশৃঙ্খলা বাহিনী একশ সাতাশি রাউন্ড গুলি করেছে ওইদিন। তারা ৪২ জন নেতাকর্মীকে আহত করেছে। সেদিন আমান উল্লাহ আমান, আমিনুল ইসলামসহ আমাদের প্রায় ৬২ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখছেন, প্রতি মুহূর্তে যেই একটু কথা বলছে, মতের সঙ্গে মিল না হলে তাদের প্রতি তারা চড়াও হচ্ছে। তাকেই তারা আক্রমণ করছে। আজকে সত্যিকার অর্থেই তারা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।’

খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘খন্দকার মুস্তাহিদরা সব সময় জন্মায় না। এটাই বাস্তবতা। এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে আমাদের খুব দরকার ছিলো। আমরা একটি ভয়াবহ সময় অতিক্রম করছি।’

এ সময় বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. মাহবুব উল্লাহ, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন, সাংবাদিক নেতা এম এ আজিজ, আব্দুল হাই শিকদার ও আব্দুল কাদের গনি চৌধুরী বক্তব্য দেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com