দিনাজপুরের হিলি সীমান্তের জিরোপয়েন্ট পরিদর্শন করলেন বিজিবি’র রংপুর জোনের নব-নিযুক্ত রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান।
এসময় ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের পতিরাম ৬১ ব্যাটালিয়ন এর অধিনায়ন ভালেন্দু ত্রিভেদুর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন তিনি।
আজ রবিবার বিকেল ৩ টার টায় তিনি হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের জিরোপয়েন্ট এলাকায় পৌছিলে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ পতিরাম ৬১ব্যাটালিয়ন এর অধিনায়ন ভালেন্দু ত্রিভেদু ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জিরো পয়েন্টে বিজিবির পক্ষ থেকেও বিএসফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সীমান্তে বিজিবি ও বিএসএফের দায়িত্ব পালনসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর পরে তিনি সীমান্তের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
সেখানে জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলামসহ উভয় বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়,বিজিবি’র রংপুর রিজিওনাল কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান যোগদান করেছেন। তার অধিনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের সাথে পরিচিতি হতে তিনি এই সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন।
নদী বন্দর / সিএফ