রাজবাড়ীর অংশে আবারও বাড়ছে পদ্মা নদীর পানি। এতে দূর হচ্ছে না জেলা সদর, কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানিবন্দি কয়েক হাজার পরিবারের দুর্ভোগ। ওইসব এলাকায় চলাচলে সমস্যাসহ দেখা দিয়েছে খাবার ও গো খাদ্যের সংকট।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে পানি পরিমাপের গেজ লিডাররা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ও পাংশায় ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, পানিবন্দি সাড়ে ৭হাজার পরিবারের তালিকা করে ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। তবে প্রয়োজনের তুলনায় তা কম বলে অভিযোগ পানিবন্দিদের। এছাড়া এখনও অনেক পরিবার ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া তালিকা অনুযায়ী জেলায় সাড়ে সাত হাজার মানুষ পানিবন্দি। বন্যাদুর্গতদের জন্য খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।
নদী বন্দর / সিএফ