পদ্মা সেতুর স্প্যানে ধাক্কামারা সংক্রান্ত সংবাদটিকে ভূয়া বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম তিনি বলেন আজ সকালে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির মাস্তুল দিয়ে ২ ও ৩ নং খুঁটিতে আঘাত হানার মত কোন ঘটনা ঘটেনি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, ওবায়দুল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম বাংলা৭১ নিউজকে বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল যেই ফেরি সেই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটিও আমরা পরিদর্শন করেছি। ফেরির মাস্তুল ভেঙ্গে গেছে বলে যে সংবাদ প্রচার করা হয়েছে তা একেবারে ভিত্তিহীন। ফেরির মাস্তুলটি অক্ষত রয়েছে। এবং কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। এরকম একটি ভূয়া নিউজ কেন করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।
উল্লেখ্য, আবারও ধাক্কা লেগেছে পদ্মা সেতুর স্প্যানে। এবার পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে ধাক্কা লাগে এবং ভেঙে যায় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী গণমাধ্যমকে জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এ সময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ওই ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়।
এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তারও আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
এছাড়া আরও দুইবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নদী বন্দর / বিএফ