রাজশাহীর তানোরে চলতি অর্থবছরে (২০২০-২১) বার্ষিক উন্নয়ন কর্মসুচির (এডিপি) অর্থায়নে, স্থানীয় সাংসদের পক্ষ থেকে ও উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৩১ আগষ্ট মঙ্গলবার উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা হলঘরে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার এবং আবু বাক্কার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম প্রমুখ।
নদী বন্দর / সিএফ