পঞ্চগড়ের তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে যানজটের কারণে রপ্তানিযোগ্য দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
সংকট নিরসনে মঙ্গলবার (৩১ আগস্ট) স্থলবন্দর হল রুমে আমদানি-রপ্তানি বিষয়ক সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন।
স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানিযোগ্য দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কে পাঁচ কিলোমিটারের বেশি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ স্থানীয়রা।
স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, আমদানি-রপ্তানি বৃদ্ধি পাওয়ায় স্থলবন্দরে জায়গা সংকুলান হচ্ছে না। এছাড়া ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্থলবন্দরের ইয়ার্ডে পানি জমে থাকে। সড়কে যানজট নিরসনে বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাফিক বক্স অথবা ফাঁড়ি স্থাপন করা দরকার।
পঞ্চগড় সিঅ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ যদি আমাদের আমদানি-রপ্তানি পণ্যের আংশিক চালানের ছাড়পত্র দেয় তাহলে সড়কে যানজট থাকবে না।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিরসনে সমন্বয় সভা আহবান করা হয়েছে। স্থলবন্দর বা সড়কের পাশে ব্যক্তি মালিকানাধীন কোনো জায়গা ভাড়া নেওয়ার চেষ্টা করছি। সেখানে ট্রাক পার্কিং করা গেলে যানজট থাকবে না।
নদী বন্দর / সিএফ