রাজধানীর তেজগাঁওয়ে একটি মাল্টিপারপাস ট্রাক পার্কিং করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক এবং তেজগাঁও ট্রাক টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
ডিএনসিসি মেয়র বলেন, এই টার্মিনালে দিনে পাঁচ হাজার ট্রাক আসা-যাওয়া করে। রাতে টার্মিনাল এবং সড়কে ট্রাক থাকে প্রায় দুই হাজার। এতে রাস্তায় জটলা তৈরি হয়। নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।
তিনি আরও বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জায়গাটি রেলওয়ের। আমরা রেলওয়েকে চিঠি দিয়ে জায়গাটি ডিএনসিসির কাছে হস্তান্তর করতে বলব। প্রয়োজনে নিজেও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করব।
আতিকুল ইসলাম বলেন, ঢাকাকে পরিকল্পিত নগরীতে পরিণত করতে এই ধরনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান দরকার। পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প সুন্দর পরিকল্পনার মাধ্যমে করতে পারলে এই স্ট্যান্ডের সমস্যা কেন সমাধান করতে পারব না।
পরিদর্শনের সময় ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং ট্রাক চালক মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
নদী বন্দর / পিকে