সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও পাচার হওয়া ভিকটিমদের উদ্ধার করে কর্মসংস্থান সৃষ্টি করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল এর সভাপতিত্বে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বে-সরকারী সংস্থা ‘আশ্বাস’ মানব পাচার রোধে উদ্ধার হওয়া নারী-পুরুষদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও এসডিএস এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে অগ্রগতি সংস্থা নামক সাতক্ষীরার একটি এনজিও।
সংস্থার দেওয়া দেওয়া তথ্য মতে, সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, শ্যামনগর ও তালা উপজেলায় মানব পাচার প্রতিরোধ ও পাচার হওয়া ভিকটিমদের উদ্ধার করে তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পূর্ণবাসনের কাজ করছে। গত নভেম্বর ২০১৯ থেকে অগ্রগতি সংস্থা এ পর্যন্ত ১৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
এছাড়াও ঘুর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ ভিকটিমদের মাঝে সংস্থাটি নগদ অর্থও বিতরণ করেছেন। প্রকল্পটি আগামী আগষ্ট ২০২২ সাল পর্যন্ত চলবে। তবে, এ প্রকল্পের মেয়াদ আরো বাড়তে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাংবাদিক সেলিম রেজা মুকুল, আক্তারুজ্জামান বাচ্চু, সদর থানার এস আই শাহজালাল প্রমূখ।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর অসীত ব্যানার্জী।
নদী বন্দর / পিকে