পরিত্যক্ত ফ্রিজের যন্ত্রাংশে সবুজ বাগান গড়ে তুলেছেন জামালপুরের সরিষাবাড়ীর শিমলা এলাকার রোকুনুজ্জামান সুমন। পরিত্যক্ত যন্ত্রাংশের এসব টবে শোভা পাচ্ছে শতাধিক প্রজাতির দেশীয় বনজ-ফলদ গাছ, যা দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ।
রোকুনুজ্জামান সুমন একজন ফ্রিজের মেকানিক। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে একটি আধাপাকা বাড়িতে বসবাস করেন। ছোটবেলা থেকেই বিভিন্ন গাছের চারা সংরক্ষণের আগ্রহ তার। তিন বছর বিদেশে (দুবাই) থাকার পর ২০০৭ সালে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই নিজের পাঁচ শতাংশ বসতবাড়িতে গড়ে তোলেন গাছের দুনিয়া।
সরেজমিনে দেখা যায়, বাড়ির আঙ্গিনায় সবুজের সমারোহ। পরিত্যক্ত যন্ত্রাংশে রোপণ করা হয়েছে দেশীয় বিভিন্ন প্রজাতির বনজ-ফলদ গাছ। ছোট-বড় বিভিন্ন টবে শোভা পাচ্ছে নানা ধরনের বাহারি গাছ।
এ বিষয়ে রোকুনুজ্জামান সুমন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় নষ্ট ফ্রিজের টব খুবই উপকারী। ভাঙারি দোকানে যখন নষ্ট ফ্রিজ বিক্রি করা হয়, তখন কেবল টিনই কাজে লাগে। এর সঙ্গে থাকা প্লাস্টিক বর্জ্য হিসেবে পরিবেশের জন্য ক্ষতিকর। ফলে এসব যন্ত্রাংশ কাজে লাগিয়ে বাগানের চিন্তা মাথায় আসে।
সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিত্যক্ত যন্ত্রাংশ ব্যবহার করে সুমনের সবুজ বাগান প্রশংসার দাবি রাখে। এ ধরনের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়লে পরিবেশ কিছুটা হলেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে।
নদী বন্দর / সিএফ