নিজ দলের নেতাকর্মীদের আপাসকামী হিসেবে ঈঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপাসকামী হলে তাে সরকার তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা ও মশকরা করবেই।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আয়ােজিত মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, বেগম জিয়া মশাল হাতে ঢাকার অলিতে- গলিতে আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই কারণে তিনি আপাসহীন নেত্রী। আপাসহীন নেত্রীর কর্মীরা যদি আপাসকামী হয়, তাহলে তাে সরকার প্রধান কথা বলবেনই, তুচ্ছতাচ্ছিল্য করবেনই।
শুধু অদৃষ্টের ওপর, স্রষ্টার ওপর ভরসা করে হাতগুটিয়ে বসে থাকলে লক্ষ্য অর্জন করা যাবে।
স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কাপুরুষ ও মুখরা অদৃষ্টের ওপর নির্ভর করে, আর বীর পুরুষরা নিজের ভাগ্য গড়ে নেয়। দাবি আদায়ে নেতাকর্মীদের আন্দোলনের মাঠে আসার আহ্বান জানান গয়েশ্বর।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সােহেলসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।
নদী বন্দর / পিকে