1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৭ দিনের ব্যবধানে ভেসে এলো আরও এক মৃত ডলফিন - Nadibandar.com
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ডলফিনটি ভেসে আসে।

স্থানীয় জেলে জাকির বলেন, সকালের জোয়ারে ডলফিনটি এখানে ভেসে আসে। এটা অন্য মৃত ডলফিনগুলোর মতো গলিত না, মনে হচ্ছে দু-একদিন আগে এটার মৃত্যু হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল বলেন বলেন, এর আগে ১৬ সেপ্টেম্বর এই পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া যায়। আজও একটি ভেসে আসে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আজকেও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে। সদস্য জুয়েলের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম সেখানে পর্যবেক্ষণ করেছে। ১৬ সেপ্টেম্বর একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসলো। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে।

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জানতে পারি। বনবিভাগের দায়িত্বে থাকা ফরেস্টারকে পাঠিয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com