মাগুরায় ট্রাকচাপায় একসঙ্গে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শালিখা উপজেলার বুনাগাতি-আড়পাড়া সড়কের জুনারির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ইসলামের স্ত্রী শরিফা বেগম (৩০) ও মেয়ে খাদিজা বেগম (৭ মাস)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহমুদ দুর্ঘটনায় নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যাটারিচালিত ভ্যানে করে বুনাগাতী থেকে আড়পাড়ায় যাচ্ছিলেন মা-মেয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
ওসি হোসেন আল মাহমুদ বলেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।