1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু! - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১৩৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) শহরের শিমরাইলকান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত নাজমা বেগম (৪৮) স্থানীয় কালাম মৃধার স্ত্রী। এই ঘটনার পর বিয়ে বাড়িতে আনন্দের বদলে শোকে পরিণত হয়।

মৃত নাজমা বেগমের পারিবারিক সূত্র জানায়, শিমরাইলকান্দি এলাকার ব্যবসায়ী কালাম মৃধার চার সন্তানের মধ্যে শুক্রবার একমাত্র ছেলে মাহবুব রণির বিয়ের দিন ধার্য ছিল। আগের দিন বৃহস্পতিবার রাতে ছিল গায়ে হলুদ। বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজনে ভরপুর ছিলো বাড়ি। উৎসব মুখর পরিবেশে দুপুরে শহরের কাউতুলী এলাকায় বরযাত্রী যাওয়া কথা ছিল। এই অবস্থায় সকালে বর মাহবুব রনির মা নাজমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুর খবর বিয়ে বাড়ীতে ছড়িয়ে পড়লে উৎসব পাল্টে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে নাজমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 

ছেলে এডভোকেট নোমান মৃধা জানান, পরিবারের শোকের মাতম চলায় শেষ পর্যন্ত গতকালের বিয়েটি হয়নি। বিয়ের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com