স্পেনের ক্যানেরি দ্বীপের লা পালমা আগ্নেয়গিরির উত্তপ্ত লাল লাভা আটলান্টিক মহাসাগরে পৌঁছে গেছে। আগ্নেয়গিরির বিস্ফোরণের নয়দিন পরেও পাহাড় থেকে নিচে ক্রমাগত গড়িয়ে পড়ছে লাভা। এতে ধ্বংস হয়েছে কৃষি জমিসহ শত শত বাড়ি-ঘর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, আটলান্টিক সাগরের প্লেয়া নুয়েভা এলাকা থেকে সাদা বিশাল মেঘ আকাশে উড়ছে।
বিষাক্ত গ্যাস এবং বিস্ফোরণের আশঙ্কার মধ্যেই মঙ্গলবার রাতে লাভা সমুদ্রের পানি স্পর্শ করেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যানেরি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি ইনস্টিটিউট (ইনভোলকান) এক টুইট বার্তায় জানায়, এরই মধ্যে লাভার প্রবাহ প্লেয়া নুয়েভা সমুদ্রে পৌঁছেছে। সোমবার উপকূলীয় তিনটি গ্রামে লকডাউন জারি করা হয়েছে। বাইরে থাকা লোকদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে দ্বীপপুঞ্জের জরুরি সেবা বিভাগ।
পেভোলকা রেসপন্স কমিটির পরিচালক মিগুয়েল অ্যাঞ্জেল মরকুয়েন্ডে বলেছেন, যেহেতু লাভা সমুদ্রে পৌঁছে গেছে তাই কঠোর বিধিনিষেধগুলো অবশ্যই সবাইকে মানতে হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ছয় হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
লা পালমা দ্বীপকে মঙ্গলবার দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে জরুরি আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছে স্পেন সরকার।
এর আগে গত রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ক্যানেরি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে কুম্ব্রে ভিজা জাতীয় উদ্যানের কাছে একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখানকার বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
নদী বন্দর / এমকে