হিলি স্থলবন্দরে বাবলু সরকার (৩০) নামে এক ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বন্দরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ অক্টোবর) সকালে মারা যান তিনি।
তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।
হিলি পানামা পোর্টের সিকিউরিটি ইনচার্জ বাদল চক্রবর্তী জানান, বাবলু সরকার নামে এক ভারতীয় ট্রাক চালক গত বৃহস্পতিবার ভারত থেকে পণ্য নিয়ে হিলি স্থলবন্দরে আসেন। শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্দর অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে চিকিৎসকরা তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন কিন্তু ভারতে পাঠানোর আগেই বন্দর অভ্যন্তরেই মারা যান তিনি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম জানান, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেয় আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নদী বন্দর / জিকে