পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার ৫৪টি কচ্ছপ আদালতের নির্দেশে আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কচ্ছপগুলো অবমুক্ত করে বন বিভাগ।
এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাত ২টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার তোতা আকনের নিজ বাসা থেকে কচ্ছপ উদ্ধার করে আন্ধারমানিক কোস্টগার্ড। এ সময় তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল আকনকে (২৮) গ্রেফতার করা হয়।
বুধবার উদ্ধার কচ্ছপ ও আটক দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছ থেকে হস্তান্তর করা হয়। পরে ওই দুই ব্যক্তিকে কচ্ছপসহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত প্রাণীগুলোকে আন্ধারমানিক নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন।
কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, সন্ধ্যায় আন্ধারমানিক নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
পটুয়াখালী জেলা বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কচ্ছপসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আদালতে একটি মামলা করা হয়েছে।
নদী বন্দর / জিকে