নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ সময় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,পরে দোয়া ও কেক কাটা হয়।
হাকিমপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোরশেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহারফ হোসেন প্রতাব মল্লিক,উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নদী বন্দর / জিকে