ফরিদপুরের সালথা উপজেলায় গট্টি ইউনিয়নের ইমামবাড়ী বাজার সংলগ্ন কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে জয়ঝাপ এলাকাবাসীর আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৭টি নৌকা অংশ নেয়। এতে প্রথম হয় চান মিয়ার নৌকা। সাজিদ মাতুব্বরের নৌকা দ্বিতীয় এবং তৃতীয় হয় সামিম মৃধার নৌকা।
বাইচ শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকাবাইচ অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, সমাজসেবক মো. ইব্রাহিম মৃধা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নদী বন্দর / পিকে