ইলিশ রক্ষা অভিযানে মুন্সিগঞ্জ সদরের চরঝাপটা এলাকায় জেলেদের হামলায় নৌ-পুলিশের চার সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুলিশের তিন সদস্যকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ।