সর্বদলীয় সম্প্রীতি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধসহ শান্তির বার্তা নিয়ে পদযাত্রার আয়োজন করেছে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ পদযাত্রার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির আহ্বায়ক বঙ্গদীপ এম এ ভাসানী বলেন, এদেশ অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক কোনো শক্তি এখানে দাঁড়াতে পারে না। উগ্রধর্মীয় চেতনা আমাদের পিছিয়ে দিচ্ছে।
তিনি বলেন, জাতির দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ধর্মীয় বিদ্বেষ ও হামলা কাম্য নয়। কিছু ধর্মান্ধ এসব চেষ্টা চালায়। তাদের প্রতিহত করা উচিত।
তিনি আরও বলেন, আজকের পদযাত্রা এখান থেকে শুরু হলো- কুমিল্লা, চাঁদপুরসহ যেসব এলাকায় হামলা হয়েছে আমরা শান্তির বার্তা নিয়ে সেখানে যাবো।
পদযাত্রায় মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদের জগদীশ বড়ুয়া পার্থ, মো. নাসির উদ্দিন মোল্লা, মো. সালাহ উদ্দিন, মো. আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।