সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রানা নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন। এতে আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা শাকদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা সাতক্ষীরা শহরের আব্দুস সালামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসচালকের হেলপার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসচালকের হেলপারের মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে।