যশোরের বেনাপোল স্থলবন্দর থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে ককটেল বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পুটখালী গ্রামের মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, পুটখালী গ্রামের গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোহেল ও আশিকুরের অবস্থাও আশঙ্কাজনক।
আহতদের মধ্যে একজন জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আটটার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কিছু যুবক তাদের উপর ককটেল হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায়।
তবে স্থানীয় অপর একটি সূত্র দাবি করেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা ককটেল তৈরি করছিলেন। এ সময় ককটেল বিস্ফোরণে নিজেরাই আহত হন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দীন স্বপন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বেনাপোল স্থলবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।