1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বগি লাইনচ্যুত, ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১২৮ বার পঠিত

কি‌শোরগ‌ঞ্জের কু‌লিয়ারচ‌রে এক‌টি মালবাহী ট্রে‌নের ব‌গি লাইনচ্যুত হ‌য়েছে। এতে ভৈরব-‌কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-‌ভৈরব রু‌টের কু‌লিয়ারচর উপ‌জেলার ছয়সূ‌তি এলাকায় এ ঘটনা ঘ‌টেছে।

‌কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের ভারপ্রাপ্ত স্টেশ‌ন মাস্টার মো. জয়নাল মিয়া জানান, জামালপুর জেলার দুর্মুর এলাকা থে‌কে স্লিপার ও পাথর বোঝাই এক‌টি মালবাহী ট্রেন চট্টগ্রা‌মের ইমামবা‌ড়ি যা‌চ্ছিল। কু‌লিয়ার উপ‌জেলার ছয়সূ‌তি স্টেশ‌নের অদূ‌রে মধুয়ারচর এলাকায় ট্রেন‌টির এক‌টি ব‌গি লাইনচ্যুত হ‌য়ে প‌ড়ে। এতে ভৈরব-ময়মন‌সিংহ ‌রু‌টে সব ধর‌নের ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে।

খবর পে‌য়ে আখাউড়া থে‌কে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থ‌লের দি‌কে রওয়ানা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্টেশন মাস্টার জয়নাল মিয়া।

নদী বন্দর / পিকে 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com