বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিশ্রম করে চলেছেন। সেই পরিশ্রমে এগিয়ে আসবেন প্রবাসীরাও। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা নিয়েই আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই।
কানাডার ক্যালগেরিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন বাংলাদেশ সেন্টারে এ সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল্লা রফিক, সহ-সভাপতি মোহাম্মদ কাদির, আলবার্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যান্থনি জ্যাকব এবং সাংবাদিক আহসান রাজিব বুলবুলসহ আরও অনেকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বি-পক্ষীয় সম্পর্ক রয়েছে। বিশেষ করে কানাডার সাসকাচুয়ান প্রদেশ দু’দেশের বাণিজ্য বৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলেছে। বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে বিনিয়োগের অনুকূল পরিবেশ।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাসকাচুয়ান প্রদেশের বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আলবার্টা প্রদেশের বিনিয়োগকারীদের এগিয়ে আসতে বলেন।
বর্তমানে বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের জন্য যেসব প্রণোদনা ও সুযোগ-সুবিধা দিচ্ছে সে বিষয়েও আলোকপাত করেন টিপু মুনশি।
নদী বন্দর / সিএফ