চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন প্রার্থীদের সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোনাইছড়ির দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে একটু সমস্যা হয়েছিল। দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। এছাড়া পুরো সীতাকুণ্ডে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি ও মিরসরাইয়ের মোট ৩৯টি ইউনিয়নের ৩৬৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
এসব এলাকায় ভোটার রয়েছেন ৮ লাখ ৫৫ হাজার ৭৮৭ জন। নির্বাচনে ১৯ চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে জয়ী হয়েছেন। এছাড়া আইনি জটিলতায় ফটিকছড়ির বক্তপুর ও লেলাং ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ জন জুডিসিয়াল ও ২৮ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
নদী বন্দর / সিএফ