রাজধানীতে এখনো শীত না নামলেও গরম কাপড় বেচাকেনা জমে উঠেছে। ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও শপিংমলে শীতের বিভিন্ন পোশাক (সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, লেডিস জ্যাকেট, হুডি, শাল, ব্লেজার, কানটুপি ও হাতমোজা) আগাম কিনতে ক্রেতার ভিড় বাড়ছে। শীত ঝেঁকে বসার আগেই ফুটপাতে অপেক্ষাকৃত সস্তা ও ছোটবড় মার্কেট এবং শপিংমল ভেদে বিভিন্ন ব্র্যান্ডের শীতের পোশাক বিক্রি বেশ জমে উঠেছে। বিক্রি এখনো খুববেশি না হলেও অন্যান্য বারের চেয়ে ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন দোকানিরা।
বুধবার (১০ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, শাহবাগ, ধানমন্ডি এলাকার ফুটপাত, মার্কেট ও শপিংমল ঘুরে দেখা গেছে, নিম্নআয়ের লোকজন থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিভিন্ন ধরনের শীতের পোশাক কেনার জন্য ঢু মারছেন। শীত এখনো ঝেঁকে না বসায় ক্রেতারা বেশ সময় নিয়ে বিভিন্ন গরম পোশাক পরখ করে দেখছেন। কেউ কেউ পছন্দসই গরম পোশাক কিনে ফেলছেন।
রাজধানীর নিউমার্কেটের ফুটপাতে শিশুদের গরম কাপড়ের দোকানে বেশ ভিড় দেখা যায়। অভিভাবকরা শিশুদের সঙ্গে নিয়ে এসে গরম কাপড়ের গেঞ্জি সেট ও সোয়েটার কিনছেন।
নিউমার্কেটে কেনাকাটা করতে আসা কলাবাগানের বাসিন্দা আবুল হোসেন জানান, শীত এখনো না এলেও ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে। ঋতু পরিবর্তনের এ সময়ে শিশুরা ঠান্ডা-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। এ কারণে তিনি তিন বছর বয়সী মেয়ের জন্য গরম কাপড় কিনতে এসেছেন। দরাদরি করে ৬০০ টাকায় দু’টি গরম কাপড়ের গেঞ্জি সেট কিনেছেন। এ সময় দোকানি তাকে বলেন, শীত পড়লে এ কাপড়ই হাজার টাকায় বিক্রি হবে। আগাম কেনায় তিনি জিতেছেন।
এলিফ্যান্ড রোড এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানে আসন্ন শীত উপলক্ষে কম দামে গরম কাপড় বিক্রির অফারের ব্যানার ও ছোট সাইনবোর্ড ঝুলছে। রায়েরবাজারের বাসিন্দা একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহজাহান এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, তিনি এক হাজার টাকায় দু’টি হুডি কিনেছেন। শীত জেঁকে বসলে এ দুটি হুডির দাম ২০০/৫০০ টাকা বেশি দিয়ে কিনতে হবে। তাই আগাম কিনে নিয়েছেন।
নদী বন্দর / পিকে