জনগণের সঙ্গে আচার-আচরণে কর্মকর্তাদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার (৩ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় তিনি এক আহ্বান জানান। সোমবার (৪ জানুয়ারি) দুদকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের একটি স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে আপনারা দুদকে নিয়োগ পেয়েছেন। এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষার্থে নিজেকে পরিশুদ্ধ করে সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠান এবং দেশের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার থাকতে হবে।
তিনি আরও বলেন, কমিশনের দায়িত্ব দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করা। তাই জনগণের সঙ্গে আচার-আচরণে বিনয়ী হতে হবে। কারও কাছ থেকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ কমিশন প্রত্যাশা করে না।
ইকবাল মাহমুদ বলেন, এখানকার কর্মপ্রক্রিয়া একটি চেইন-ওয়ার্ক। এই চেইনে সংশ্লিষ্ট যে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে, পুরো কাজটি পণ্ডশ্রম হয়ে যেতে পারে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। শৃঙ্খলার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।
এ সময় দুদকের সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার, প্রশিক্ষণ ও আইসিটি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেলসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।