রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণে মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামের এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ আদেশ দেন। রায় ঘোষণার সম মনোয়ারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
তিনি রংপুর সদর উপজেলার পুটিমারী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ওই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ২০২০ সালের ৩০ জুন সকালে শ্যামপুর রেল স্টেশন সংলগ্ন এক শিক্ষকের বাসায় ইংরেজি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় পথে মনোয়ারুল ইসলামের সঙ্গে ওই শিক্ষার্থীর দেখা হয়। মোবাইলে তথ্য ফরম পূরণের ক্ষুদেবার্ত গিয়েছে কিনা তা ওই শিক্ষার্থীর কাছে জানতে চান মনোয়ারুল ইসলাম। পরে কৌশলে তাকে স্কুলে পাঠিয়ে ধর্ষণ করেন। বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী স্বজনদের ঘটনাটি জানায়। ওইদিনই বদরগঞ্জ থানায় মনোয়ারুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করে মেয়েটি।
তদন্ত শেষে ওই বছরের ১২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
প্রায় এক বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন।