নড়াইলে তিনদিনের টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রবি ফসল গম, শরিষা, মসুর, বোরো ধানের বীজতলা, মরিচ, লাল শাক, বেগুন, শীতকালীন ফসল মূলা, বাঁধাকফি, ফুলকপি ও ওলকপির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে নড়াইলের কৃষকরা নিরাশ হয়ে পড়েছেন।
নড়াইল সদরের সিংগাশোলপুর ইউনিয়নের নলদীরচর গ্রামের মো. কালাম হোসেন বলেন, এ বছর আমিসহ অনেক কৃষক জমিতে গম, শরিষা, মসুর ও মরিচ রোপণ করেছি। কিন্তু টানা বৃষ্টিতে আমাদের সবার ফসল নষ্ট হয়ে যাবে। আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবো।
কৃষি বিভাগ জানিয়েছে, টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে রবি ফসলের। তবে বৃষ্টি চলমান থাকায় ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।
কৃষি সম্প্রসরণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ দিনের টানা বৃষ্টিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির শতিকালীন ফসল, ১৬২ হেক্টর জমির বোরো বীজতলা, ৫০ হেক্টর জমির মরিচ, ৭ হাজার ৭৩০ হেক্টর জমির সরিষা, ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির মসুর ডাল এবং ২ হাজার ১শ হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয়েছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, গত ৩ দিনের টানা বৃষ্টিতে মরিচ, শতিকালীন ফসল, বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে সরিষা, গম ও মসুরের। প্রায় ৭০ ভাগ জমিতে এ তিনটি ফসল বপন সম্পন্ন হয়েছে। এখনও বৃষ্টি শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে এ বছর রবি আবাদ বিলম্বিত হবে। এতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি।
নদী বন্দর / বিএফ