শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়ায় রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ৭টায় শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে কুঞ্জলতা ফেরি মঙ্গলমাঝির ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।
এরআগে ৪ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৩নং ঘাট থেকে যাত্রী ও ৪৫টি যানবাহন নিয়ে পরীক্ষামূলক মঙ্গলমাঝির ঘাটের দিকে ছেড়ে আসে ফেরি কুঞ্জলতা। পরে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হলেও আজ আবার চালু করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্যিক পরিচালক মো. আশিকুজ্জামান ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৭টায় পরীক্ষামূলকভাবে ৪০টি ছোট গাড়ি ও মোটরসাইকেল নিয়ে কুঞ্জলতা ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। ফেরিটি নির্বিঘ্নে মঙ্গলমাঝির ঘাটে পৌঁছেছে। এখন থেকে নিয়মিত এ রুটে ফেরি চলাচল করবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বাংলাবাজার-শিমুলিয়ায় রুটে চলাচলকারী ফেরি চার দফা পদ্মা সেতুর সঙ্গে ধাক্কা লাগে। তাই পদ্মা সেতু এড়িয়ে গত ২১ আগস্ট শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় ২৬ আগস্ট।
নদী বন্দর / পিকে