স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও পার্বত্য চুক্তির দু’যুগ পূর্তি উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাঙামাটি জেলার বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ছয়-এর উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. ইসরাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
নৌকাবাইচ দেখতে কাপ্তাই হ্রদের দুপাড়ে নারী-পুরুষের ঢল নামে। নৌকাবাইচ শেষে নারী ও পুরুষ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ইফতেকুর রহমান বলেন, আমরা শান্তি, সম্প্রীতি চাই। এজন্য সেনা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।