দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও স্থানীয় বাজারে সরবরাহ নেই আমদানিকৃত পেঁয়াজের। এদিকে বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। অন্যদিকে কেজিতে ৫ টাকা কমে বন্দরে আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা।
আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশি পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, আমদানি শুরুর প্রথম দিকে দেশি পেঁয়াজের দাম কিছুটা কম ছিল। পরে আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশি পেঁয়াজের গুণগতমান ভালো। আর ভোক্তাপর্যায়ে চাহিদা থাকায় দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।
হিলি কাস্টমসের তথ্যমতে, আমদানি শুরু হওয়ার পর ৩ কর্মদিবসে ভারতীয় ৭টি ট্রাকে ১৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বাবুসহ কয়েকজন জানান, দেশে পেঁয়াজ ওঠার ভরা মৌসুম চলছে। বাজারে দেশিও পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ
থাকায় ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কম। এ কারণেই মূলত আমদানি কম হচ্ছে।
হিলি কাস্টমসের উপকর কমিশনার সাহিদুল আলম জানান, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে ২ তারিখ থেকে। এ পর্যন্ত তিন কর্মদিবস ভারতীয় ৭ ট্রাকে ১৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
নদী বন্দর / এমকে