1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বেতনের টাকায় ৭ বছরে ৭০০০ গাছ লাগিয়েছেন আনোয়ার হোসেন - Nadibandar.com
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ডিইউজের উদ্বেগ প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে দখলদাররা যত প্রভাবশালী হোক, ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় দুই হাজার কোটি টাকা
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার পঠিত

বৃক্ষপ্রিয় মানুষ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। সাত বছর ধরে গ্রামীণ ও শহরের সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সাত হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। শহরের সৌন্দর্যবর্ধনে গড়েছেন ফুলের বাগানও। শুধু তাই নয়, এসব গাছ ও ফুলের বাগান নিজ হাতেই পরিচর্যা করে যাচ্ছেন তিনি। রোপণ করা সাড়ে সাত হাজার গাছের মধ্যে এখন প্রায় চার হাজার গাছে ফুল ও ফল ধরেছে।

টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত আনোয়ার হোসেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। এ ভালোবাসার টানেই সাত বছর থেকে নিজের হলোখানা ইউনিয়নসহ কুড়িগ্রামের বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ফুল-ফলসহ ভেষজ গাছ লাগানো শুরু করেন তিনি। কাজের এ ধারাবাহিকতা ধরে রাখতে এলাকাবাসীর কাছ থেকে সামান্য জমি নিয়ে নিজের নার্সারিতে শুরু করেন চারা রোপণ। সেইসঙ্গে চালিয়ে যেতে থাকেন বৃক্ষরোপণের কাজ।

 

আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সাড়ে সাত হাজার গাছ লাগিয়েছি। আমি একজন সরকারি কর্মচারী। সামান্য বেতন যা পাই তা থেকে প্রতি মাসে ১০০০ টাকা বৃক্ষরোপণের পেছনে ব্যয় করি।’

 

শহরের তারামন বিবি সড়কে দীর্ঘ আট কিলোমিটার বিভিন্ন ধরনের প্রায় ৫০০ গাছের চারা রোপণ করেছেন আনোয়ার হোসেন। অনেক গাছে ফল এসেছে। হলোখানা ইউনিয়ন পরিষদ থেকে কুড়িগ্রাম পৌরসভা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তাজুড়ে ফল ও ফুলের গাছ রোপণ করেছেন। সৌন্দর্যবর্ধনে কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তাতে লাগানো সোনালু গাছে ফুল ধরেছে।

 

এখানেই শেষ নয়, কুড়িগ্রাম পৌর শহরের সড়ক বিভাজকগুলোতে বর্জ্য অপসারণ করে ফুল ও ফলের গাছ, বাংটুর ঘাট এলাকা ও ধরলা নদীরক্ষা বাঁধে ৩০০ গাছের চারা, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা থেকে বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল অর্নব প্যালেস পর্যন্ত কৃষ্ণচূড়ার গাছ লাগিয়েছেন বৃক্ষপ্রিয় এই মানুষটি। সীমান্তবর্তী ঝাকুয়াটারী মসজিদ মাঠেও লাগিয়েছেন বিভিন্ন ধরনের গাছ।

 

২০১৯ সালে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসায় বজ্রপাতে মাদরাসা ভবনসহ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। তখন আনোয়ার হোসেনের মাথায় আসে বজ্রপাত থেকে পরিত্রাণ পেতে তালগাছের বীজ রোপণ করতে হবে। সেই চিন্তা থেকেই কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় তালগাছের বীজ রোপণ করেছেন তিনি।

 

বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘গ্রামাঞ্চলের যেসব মানুষ ফল কিনে খেতে পারেন না তারা আমার লাগানো গাছের ফল খেয়ে ফলের চাহিদা পূরণ করতে পারেন। আমি অসংখ্য ফল ও ফুলের চারা রোপণ করেছি। যত বেঁচে আছি ততদিন আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবারই উচিত গাছ লাগানো।’

 

স্থানীয় স্কুলশিক্ষার্থী হাবিবুর রহমান হাবির বলে, ‘দীর্ঘদিন ধরে আনোয়ার ভাইয়ের সঙ্গে গাছ লাগানোর কাজে নিয়োজিত আছি। এ পর্যন্ত কয়েক হাজার গাছ লাগিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।’

 

টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ন ম আব্দুল খালেক বলেন, ‘বৃক্ষপ্রিয় আনোয়ার হোসেন টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস। সে পরিবেশকে সৌন্দর্যমণ্ডিতকরণ ও প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘদিন ধরে নিজ খরচে গাছ লাগিয়ে আসছে। তার লাগানো গাছে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে তেমনি চলন্ত পথিক তার লাগানো গাছের ছায়ার নিচে বসে আশ্রয় নিচ্ছে। তার মতো আমাদেরও বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত।’

কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ ও উদ্ভিদবিদ মো. মির্জা নাসির উদ্দিন বলেন, আনোয়ার হোসেন আমাদের সবার কাছে একটি প্রেরণার উৎস। গাছ লাগানোর ফলে কুড়িগ্রাম শহরে একদিকে যেমন শোভাবর্ধন হচ্ছে অন্যদিকে শহরের পরিবেশ আরও উন্নত হচ্ছে।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com