সরকার বেক্সিমকোর মতো তৃতীয় পক্ষ দিয়ে ভ্যাকসিন এনে শতশত কোটি টাকা লোপাটের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (৬ জানুয়ারি) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভ্যাকসিন যথাসময়ে আসা নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ড. মোশাররফ বলেন, ‘ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে সরকার একটি স্বার্থান্বেষী মহলকে শত শত কোটি হাতিয়ে নেয়ার সুযোগ দিচ্ছে। এখানে উল্লেখ্য, যে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ভ্যাকসিন আবিষ্কারক এই ভ্যাকসিন থেকে কোনো ধরনের রয়েলিটি বা লভ্যাংশ নিচ্ছে না। অথচ বাংলাদেশে এটি নিয়ে ব্যবসার সুযোগ দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘স্বার্থান্বেষী মহলকে খুশি রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। যদিও অনেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও দেশ অনেক আগেই ভ্যাকসিন ট্রায়াল ও পরবর্তীতে স্বল্পমূল্যে দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। যদি একাধিক প্রস্তাব গ্রহণ করা হতো তাহলে ভ্যাকসিন নিয়ে আজ এই অনিশ্চয়তা হতো না।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন-উর রশীদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন।
নদী বন্দর / এমকে