২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব আহরণ আমদানি-রপ্তানি বৃদ্ধি কল্পে পরামর্শ গ্রহণ এবং বিদ্যমান সমস্যা নিরসন বিষয় নিয়ে হিলি কাস্টমসে গনশুনানি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ১১ টায় পানামা হিলি পোট সম্মেলন কক্ষ উপ কমিশনার কামরুল ইসলামের সভাপতিতে শুনানিতে সকল স্থানীয় ব্যবসায়ী আমদানি- রপ্তানি কারক এবং বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, রফতানি কারক ও সাংবাদিকরা গণ অংশ গ্রহন করেন।
এসময় হিলি স্থলবন্দরের রাজস্ব আহরন বৃদ্ধির লক্ষ্যে আমদানি- রপ্তানি ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খোলামেলা আলোচনা করেন এবং তাদের নানা সমস্যা কথা বলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে ছিলেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সহ- সভাপতি আব্দল আজিজ, সাধারণ সম্পাদক মেয়র জামিল হোসেন চলন্ত, আমদানি- রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সহ অনেকে বক্তব্য রাখেন।
হিলি স্থল বন্দরের উপ কমিশনার কামরুল ইসলাম বলেন, হিলি স্থল বন্দরে রাজস্ব বৃদ্ধিকল্পে আমদানি বাড়াতে হবে। এবং বন্দরে পন্য আমদানিতে বেদ্যমান সমস্যা সমাধাণ করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন।
নদী বন্দর / বিএফ