চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলী আশরাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলায়েত অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কটেজে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপলেজার ভেন্ডাবাড়ী ইউনিয়নে। তার বাবার নাম বোরহান উদ্দিন।
জানা গেছে, ভোরে বুকে ব্যথা নিয়ে বেলায়েত চবি মেডিকেল সেন্টারে গেলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চমেক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ড. আবু তৈয়ব বলেন, ভোর ৪টার দিকে তাকে মেডিকেল সেন্টারে আনা হয়। তার কার্ডিয়াক অ্যারেস্ট (হার্ট অ্যাটাক) হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
নদী বন্দর / বিএফ