প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে। সেখানকার উপকূলীয় এলাকায় রেড এলার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশ থেকে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রায় ৪০টি ট্রেন। তবে ঘূর্ণিঝড়টির তীব্রতা কম থাকায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। অবশ্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দু’দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁদের গভীর সাগরে যেতে না করা হয়েছে।
নদী বন্দর/বিএস